TIN Certificate বা tax clearance certificate কেন এবং কি কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়?

Tax Clearance Certificate / TIN Certificate কেন এবং কি কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়?


১) আমদানি রফতানির (IRC) লাইসেন্স পেতে।

২) আমদানির জন্য L/C খুলতে।

৩) সিটি কর্পোরেশন ও পৌরএলাকাতে ট্রেড লাইসেন্স নবায়ন করতে।

৪) জমি, দালান, ফ্ল্যাট ইত্যাদি ক্রয়ের রেজিস্ট্রেশান করতে (অনিবাসি করদাতাদের ক্ষেত্রে নয়)।

৫) পণ্য বা সেবা সরবরাহ কাজের জন্য দরপত্র জমা দিতে।

৬) গাড়ি রেজিস্ট্রেশান, মালিকানা পরিবরতন, ফিটনেস নবায়ন করতে।

৭) ৫০০,০০০ টাঁকার উপরে কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্টান হতে লোন নিতে।

৮) ক্রেডিট কার্ড নিতে।

৯) কোন পেশাদারি কাজের প্র্যাকটিস এর জন্য লাইসেন্স নিতে, যেমনঃ ডাক্তার, প্রকৌশলী, ইত্যাদি।

১০) কোন কম্পানির শেয়ারহোল্ডার হতে হলে।

১১) আইএসডি টেলিফোনে লাইন পেতে।

১২) বাণিজ্যিক কাজের জন্য গাস, বিদ্যুৎ এর লাইন পেতে।

১৩) ড্রাগ লাইসেন্স পেতে।

১৪) কোন ক্লাব এর সদস্য পদ পেতে।

১৫) কোন ব্যবসায়িক সংগঠনের সদস্য পদ নবায়ন করতে।

১৬) কোন দালান নির্মাণের প্লান অনুমদনের ক্ষেত্রে।

১৭) নিকাহ রেজিস্ট্রেশান লাইসেন্স পেতে।

১৮) জরিপ কাজে নিয়োজিত প্রতিষ্টানের লাইসেন্স নবায়ন করতে।

১৯) বিমা সারভেয়ারদের লাইসেন্স নবায়ন করতে।

২০) বিমা কম্পানিএর এজেন্টদের সার্টিফিকেট নবায়ন করতে।

২১) ইট ভাটার আনুমদন বা লাইসেন্স নবায়ন করতে।

২২) নির্বাচনের জন্য নমুনেশন পত্র জমা দিতে।


সংগ্রহ: ইন্টারনেট।

1 comment: