ওয়ার্ডপ্রেস কি? কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেন?এর কাজ কি?

ওয়ার্ডপ্রেস কি?

ওয়ার্ডপ্রেস হল বর্তমান সময়ের সর্বাধিক জন্যপ্রিয় এবং বহুল ব্যবহৃত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্লগিং সফটওয়্যার। যার মাধ্যমে অতি অল্প সময়ে একটি সুন্দর ব্লগ তৈরি করা যায়। ২০০৩ সালের ২৭শে মে ম্যাট মুলেনওয়েগ এটি প্রাথমিকভাবে প্রকাশ করেন। বর্তমানে হাজার হাজার সেচ্ছাশ্রমী এই প্লাটফর্ম এর মান উন্নয়নের কাজ করে চলেছেন।

কেন ওয়ার্ডপ্রেস ব্যবহার করবো? 
বিশ্বের অধিকাংশ ব্লগই বর্তমানে এই প্লাটফর্ম ব্যবহার করছে। ওয়ার্ডপ্রেসকে ব্যবহারের প্রধান কারন হচ্ছে এটি ওপেন সোর্স ভিত্তিক একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ফলে যেকোনো ব্যক্তি তার পছন্দমত এটিকে সাজাতে পারে, পছন্দ মত আপডেট তৈরি করতে পারে। মোট কথা ব্যবহারকারীদের সুবিধার্তে এটিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

পিএইচপি,মাইএসকিউএল বা এইচটিএমএল এক্সপার্টরা পূর্বে ব্লগ ডিজাইন করতে অনেক পরিশ্রম করতো কিন্তু বর্তমান প্রযুক্তির উন্নয়নে এধরনের একটি ওপেন সোর্স ভিত্তিক আকর্ষণীয় প্লাটফর্ম সত্যি প্রশংসার দাবিদার।

ওয়ার্ডপ্রেস দ্বারা কোনো প্রকার মাইএসকিউএল, পিএইচপি, এইচটিএমএল বা কোডের জ্ঞান ছাড়াই ওয়েবসাইট বা ব্লগ কয়েক দিনেই তৈরী করা সম্ভব। সার্চ ইঞ্জিন এক্সপার্টদের কাছে এটি সবচেয়ে ভালমানের সিএমএস কারন অতি সহজেই এর কন্টেন্ট সার্চ ইঞ্জিন পড়তে পারে। এবং খুব দ্রুত এটি লোডিং হয়। ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি ওপেনসোর্স এবং বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও বিনামূল্যে অজস্র প্লাগইন, উইডজেট এবং থীম পাওয়া যায় যা আপনার ব্লগকে আরো আকর্ষণীয় করে তুলবে।

যারা প্রোগ্রামিং জানেননা তারা এর বিভিন্ন টুলস দিয়ে সহজেই এর মানোন্নয়ন করতে পারবেন। পরিশেষে, ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা আপনার ব্লগকে করে তুলবে আকর্ষণীয় ও সার্চ ইঞ্জিন বান্ধব।

No comments:

Post a Comment