ফ্রিল্যান্সিং করতে চাইলে সবার আগে আপনার মার্কেটপ্লেস ও মার্কেট আইডিয়া থাকতে হবে,,,

 মার্কেটপ্লেস ও মার্কেট আইডিয়া

সবার আগে আপনাকে মার্কেটপ্লেস এ রেজিস্ট্রেশন করতে হবে। জনপ্রিয় মার্কেটপ্লেসগুলোর মধ্যে Odesk, Elance, Freelancerঅন্যতম। বর্তমানে অবশ্য ওডেস্ক ও ইল্যান্স যৌথ ভাবে কাজ করা শুরু করেছে। মার্কেটপ্লেস সম্পর্কে ভালভাবে ধারণা না থাকাটা অনেক সময়েই বুমেরাং হয়ে দাঁড়ায়। কাজের বাজার-বাজার দর উভয় ধারণাই এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কেটপ্লেস এ রেজিস্ট্রেশনের পরে প্রথম কাজ হল সুন্দর একটি প্রোফাইল দাড় করা। এক্ষেত্রে একটু সুন্দর করে সময় দিয়ে ধাপে ধাপে ওয়ার্কার প্রোফাইল তৈরী করা হল বুদ্ধিমানের কাজ। আরেকটি বড় কাজ হচ্ছে আপনার পূর্ববর্তী কাজের একটি পোর্টফোলিও তৈরী করা। এটিই আপনাকে আপনার প্রথম কাজটি পাইয়ে দিতে অনেকখানি সাহায্য করবে। কেননা প্রথম কাজটি পাওয়াই সবচেয়ে চ্যালেঞ্জিং। একটি প্রোফাইল সম্পূর্ণ করতে মার্কেটপ্লেস ভেদে বিভিন্ন চাহিদা পূরণ করতে হয়।

একবার আপনার প্রোফাইল সম্পূর্ণ হয়ে গেলে পরে আপনার কাজ হল বিড করা। কিছু মার্কেটপ্লেসে বিডের লিমিট থাকে। তাই অবান্তর এবং শুধু শুধু বিড করা থেকে নিজেকে বিরত রাখুন। বিড এ PM বা পার্সোনাল ম্যাসেজ করুন। সেখানে একটু আকর্ষণীয় কিছু লেখার চেষ্টা করুন। মুখস্থ বা কমন কিছু লিখবেন না যাতে বায়ারের কাছে আপনার বিডটি র‌্যান্ডম এবং অর্ডিনারি মনে হয়।

বায়ার আউটসোর্সিং এর এড টিউন করার পর প্রথম ৫-৭টি বিডই তাদের মনযোগ আকর্ষণ করে। তাই বিডার হিসেবে দ্রুত হবার চেষ্টা করুন। সেই সাথে যুতসই ও প্রযেক্ট রিলেটেড ম্যাসেজ লিখুন। এভাবে চলতে থাকলে এক সময় কাজ পেয়ে যাবেন। এতে অবশ্য ২দিনও লাগতে পারে... আবার ২ মাসও। তাই লেগে থাকুন, ধৈর্য রাখুন।





No comments:

Post a Comment