How to open an Gmail account( কি ভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন)


GMAIL ACCOUNT খুলতে হলে প্রথমে WWW.GMAIL.COM এ যানঃ address bar এ www.Gmail.com লিখুন। এবং ender button a click দিন । নিচের মতো একটি ছবি আসবে ,এইটা fill up করে submit button এ click করুন।
                         নিম্নে Details আলোচনা করা হলঃ-
  • name:- এর ঘরে আপনার নাম এবং আসল নাম দিন,এখানে আপনি যা দিবেন তাই পরে আপনার ইমেইল হিসেবে ব্যবহার করতে হবে তাই এটাকে এবং নিচের ঘরে যে গোপন অক্ষর দিবেন তা মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন, আর সব কিছু সঠিক লিখবেন।
  •  Birthday:- এর ঘরে আপনার জন্ম তারিক দিতে হবে।
  •  Gender এর ঘরে আপনার লিঙ্গ দিতে হবে যেমনঃ যদি আপনি ছেলে লিঙ্গ হন তাহলে Male আর যদি আপনি মেয়ে লিঙ্গ হন তাহলে Female সিলেক্ট করতে হবে।
  •  Password creation:-   এর ঘরে আপনার পছন্দ মতো একটি গোপন অক্ষর লিখুন যা কিনা আপনি ছাড়া আর কাউকে বলবেন না।    
  • Re -type your password:- এর ঘরে ৩ নাম্বার ঘরে যে গোপন অক্ষর লিখে ছিলেন ঠিক সেই  অক্ষর গুলই পুনরায় লিখুন।
  • your current email address:-যদি আপনার previous  email address থাকে তাহলে তাই লিখুন , আর না থাকলে ঘরটি ফাঁকা রাখুন । 
  •  location and mobile number :-তারপর location and mobile number দিয়ে submit button a click করুন। 
  • location and mobile number confirmation  email:- এবার mobile number টি confirm করে নিন । 

No comments:

Post a Comment