আপনি কি ব্লগ থেকে আয় করতে চান , দেখে নিন কিভাবে সহজেই একদিন এ আপনিও একটি ব্লগ সাইট এর মালিক হবেন্‌

                         কিভাবে blog খুলবেন :-
blog কিভাবে খুলবেন বা blog খুলে কি হবে?আমরা যখনেই কিছু করতে যাই,তার আগে কিছু অবান্তর প্রশ্ন মনকে নাড়া দেয় ৷ যেমন ত্রখন যদি আপনি একটি বল্গ খুলার কথা ভাবেন ? সবার আগে আপনার মনে যে question  টা আসবে সেটা হলো ,,,আমি কি blog থেকে earn করতে পারবো? বা কয়দিন লাগবে বা কতদিন পর থেকে টাকা earning শুরু হবে ????ইত্যাদি,,,,,,,
 একটা চরম সত্য হলো আমাদের এই চিন্তাগুলোই আমাদের ব্যর্থতার মূল কারন!!! একটা কথা বলে রাখি অনলাইন earning থেকে লাভবান ব্যবসা, আমার মতে অন্য কিছু নেই,,যেমন ধরুন বাংলাদেশের বড় বড় website বা blog গুলা মাসে প্রায় 200000 টাকা আয় করে ৷ কারন তাদের blog গুলাতে visitor বেশি ৷ আর তাদের blog  এর  content ও ভাল ৷ শুধু যে বড় বড় web গুলা earn ভাল করে তা না ছোট ছোট blogger রাও অনায়াসে মাসে 20000- 80000পর্যন্ত আয় করে থাকেন৷ একটা কথা মনে রাখবেন বল্গ থেকে আয় করতে চাইলে আপনাকে দিন রাত সময় দিতে হবে৷ আপনি যে বিষয়ে expert সে বিষয়ে তথ্য সমৃধ্য post দিন যাতে পাঠক পড়ে নুতন কিছু পায়৷ আর নিত্য নুতন কিছু new new content add করুন যেমন you tube new song,or google breaking news,bangla news,,,,হাজারো content আছে যা google free করে দিয়েছে ৷ যা আপনি অতি সহজেই add করতে পারবেন আপনার ব্লগ এ ৷ এই সব add option content গুলাকে gadgets বলে ৷ এগুলা কিভাবে add করবেন তা জানাবো ৷
এবার আসুন জেনে নিই কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে ব্লগ খুলতে গেলে :- 
1 প্রথমে কোন বিষয়ে blog খুলবেন তা নির্ধারন করুন৷
2,120 শব্দের সর্বনিম্ম 20- 50 টি post দিন ৷
3,কোন Adult content রাখবেন না ৷
4, মানুষের উপকারে আসার মত post দিন ৷
5, কোন miss link বা broken link রাখবেন না ৷
6,কোন অসম্পূর্ন information দিবেন না ৷
7,কারো post নকল বা কপি pest করবেন না ৷
8প্রতিদিন  একটি করে post দিন ৷
9,ব্লগ কে বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করুন , যেমন facebook ,,, twiter,,,,etcআপনার বন্ধুদেরকেও শেয়ার করতে বলুন ৷

blog site তৈরি :-
একটি ব্লগ খুলতে হলে ,প্রথমে একটি gmail account তৈরি করতে হবে ৷ gmail খুলতে http://gmail.google.com এ যান ৷ ও gmail account খুলে নিন৷ না খুলতে পারলে কিভাবে খুলবেন gmail account  এর উপর একটি post আছে ওইটা দেখে account খুলে নিন ৷

1,একবার blog site তৈরি করার জন্য http://blogger.com/ এ যান নিচের ছবির মত একটি page
আসবে create an account  এ click  করুন ৷

2,এবার gmail account ও password দিয়ে sign in করুন ৷

3, blog URL এর availablity cheaking :-
এবার আপনি যে বিষয়ে blog খুলতে চান তা নির্ধারন করূন ৷ title এর ঘরে সেই বিষয় টি দিন৷ যেমন আপনি আইন বিষয় নিয়ে blog খুলতে চান তাহলে blog title এ দিতে পারেন law tutorials....অথবা আইন পাঠ আপনার মন যেমন চায় তার উপর একটি blog title দিন ৷
এবার blog address (URL) এর ঘরে আপনার site এর বিষয় বস্তু অনুযায়ী এমন একটি নাম দিন  যা আপনার site টি সম্পর্কে ধারনা প্রদান করবে ৷ এখন আপনার পছন্দের নাম টি যদি Available না হয় তাহলে ফন্য কিছু দিয়ে Availablity তে click করুন ৷নাম টা পেয়ে গেলে continue তে click দিন ৷


এখন আপনার পছন্দ মত template নির্বাচন করে continue তে click দিন ৷

4,blog এ post  লিখবেন কিভাবে :-
এবার blog এর deshboard এ গিয়ে create post a click করুন ৷ এখন title এর ঘরে title ও আপনি যে বিষয়ে post লিখছেন তা লিখে publish a click করুন ৷ এখন blog এর deshboard এ গিয়ে view blog এ click করুন ৷দেখুন আপনার ব্লগটি কেমন হয়েছে !!!!


now your blog is  ready এখন শুধু post দিন আর কিছু seo করুন তবে ভাববার কিছু নেই কারন আপনার হাতে অনেক সময় এখন আগে আপনি 1মাস নিয়মিত পোস্ট দিন সাথে সাথে ব্লগ এর templete design layout এ সবকিছু changed করুন ৷পাশাপাশি domain ও hosting add করুন তবে এগুলো করার জন্য অনেক time আছে আগে ব্লগে post দিয়ে ব্লগটিকে google adsense এর appruval পাওয়ার জন্য ready করুন ৷ বাকি কিভাবে blog টিকে সাজাতে হবে পরবর্তি post এ বলবো৷


No comments:

Post a Comment